Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

১৯৬১ সনের ১৬ অক্টোবর ৩৭ নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলেপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে পরিচিত। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসেবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সরবরাহকরণে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্তা অর্জনে অব্যহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র বীজ ও উদ্যান উইং এর আওতায় অধিক বীজ উৎপাদন কেন্দ্র থেকে নিম্নলিখিত সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২২ নভেম্বর ১৯৯৯ ইং তারিখে কৃষি-৫/ম-২/৯৮ (অংশ-৮)/৭২৭ গেজেট বলে বীজ ও উদ্যান উইং এর উপর অর্পিত কার্য পরিধি নিম্নরূপঃ

১। বীজনীতি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

২। দানাজাতীয় শস্য, পাট ও অন্যান্য শস্য বীজ উৎপাদন ও সরবরাহঃ

· চুক্তিবদ্ধ কৃষক নির্বাচন, প্রশিক্ষণ ও সেবা প্রদান;

· বীজ সরবরাহ বাড়ানো;

· সংস্থার খামারে উন্নত মানের ভিত্তি ও প্রত্যায়িত বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন;

· নিয়মিত বীজ প্রতিস্থাপন (রি-প্লেসমেন্ট), নির্ধারণ ও সে অনুযায়ী কর্মসূচী প্রণয়ন ও বাসত্মবায়ন।

৩। উন্নত বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান

· চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী ব্লক স্থাপন, কারিগরি পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন;

· বেসরকারী পর্যায়ে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি হস্তান্তর/ সম্প্রসারণ সহায়তা দান ও ব্যবস্থা গ্রহণ;

· ভিত্তি ও প্রত্যায়িত বীজের মান নিয়ন্ত্রণ।

· প্রত্যায়িত বীজ সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন ও ব্যবস্থাপনা।

· বীজ ব্যবসায়ীদের জন্য বীজ বিপণন বিষয়ক প্রশিক্ষণ।

· বেসরকারী খাতে প্রত্যায়িত বীজ অব্যাহত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে উৎসাহ ও কারিগরি পরামর্শ সহায়তা সেবা সহ প্রশিক্ষণ প্রদান।